তুমি আমার স্ত্রী হতে পারো
তবু তুমি আমার বন্ধু হতে পারো নি
তাই তোমাকে তালিকা থেকে বাদ দিলাম
তুমি আমার আত্মীয় হতে পারো
তবু বন্ধু হওয়ার যোগ্যতা রাখোনি
তাই তোমাকে তালিকা থেকে বাদ দিলাম
তুমি আমার পাড়া-প্রতিবেশী হতে পারো
তবুও তো তুমি আমার বন্ধু হতে পারলে না
তাই তোমাকে বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিলাম
তোমার সাথে একসাথে বসে চা খেয়েছি, মজা করেছি, গল্প করেছি
এতকিছুর পরেও তুমি বন্ধু হতে পারোনি নিশ্চিত
তাই তোমাকেও এই বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিলাম
সেই ছোটবেলায় তোর সাথে কত খেলা করেছি
আজ তুই সরকারি চাকুরে বিরাট ভদ্রলোক
তবুও তুই আমার বন্ধু হতে পারলি না এতদিনে
হ্যাঁ…রে ভাই, তোকেও বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিলাম
জীবনের যত কাছেই কেউ আসুক
আবার জীবন থেকে যত দূরেই কেউ চলে যাক
কেউ যদি সারাটা জীবন জুড়ে সাথে থেকেও যায়
তবুও কে বন্ধু হবে, কেউ বলতে পারেনা।
এমনও হতে পারে…..
আমিই কারুর বন্ধু হতে পারিনি
হয়তো আমিই তাদের বন্ধুত্বের তালিকায় ভিড় করে ছিলাম
আর ভিড় করবো না; কথা দিলাম
তোমাদেরকে বন্ধুত্বের তালিকা থেকে বিদায় দিলাম
আমিও তালিকা থেকে বিদায় নিলাম
ফিরে যাই সেই পুরোনো মঞ্চে
যেখানে আমি একা একা ছিলাম
যেখানে আমি একা একা ছিলাম।