মনে পড়ে ছেলেবেলার সেই দিনগুলোর কথা,
আশ্বিনের শারদ ভোরে শিউলি কুড়িয়ে মালাগাঁথা,
ছুটির দিনে এক্কাদোক্কা , কুমিরডাঙা , রান্নাবাটি খেলা,
আজ চুলে পাকধরার দিনে দিচ্ছে মনে দোলা,
স্মৃতি নিয়ে নাড়াচাড়া করি আনমনে,
ফিরবো কিভাবে সেই শৈশবের প্রাণোচ্ছল জীবনে?
মনে পড়ে ছেলেবেলার সেই দিনগুলোর কথা,
আশ্বিনের শারদ ভোরে শিউলি কুড়িয়ে মালাগাঁথা,
ছুটির দিনে এক্কাদোক্কা , কুমিরডাঙা , রান্নাবাটি খেলা,
আজ চুলে পাকধরার দিনে দিচ্ছে মনে দোলা,
স্মৃতি নিয়ে নাড়াচাড়া করি আনমনে,
ফিরবো কিভাবে সেই শৈশবের প্রাণোচ্ছল জীবনে?