মন নিয়ে প্রেম করি মন নিয়ে বাঁচি,
এই মন আছে তাই, তুমি আমি আছি,
ভালবেসে যদি নিজে দূরে থাকা যায়
ভালবাসা বেঁচে থাকে তবে নির্দিধায়,
মনটাই সোজা রাখা হয় বড় দায়,
সোজা কথা মনে ঢুকে সব বেঁকে যায়।
মন নিয়ে প্রেম করি মন নিয়ে বাঁচি,
এই মন আছে তাই, তুমি আমি আছি,
ভালবেসে যদি নিজে দূরে থাকা যায়
ভালবাসা বেঁচে থাকে তবে নির্দিধায়,
মনটাই সোজা রাখা হয় বড় দায়,
সোজা কথা মনে ঢুকে সব বেঁকে যায়।