” শরীর ! শরীর ! তোমার মন নাই কুসুম ? “
শরীর ! শরীর ! শরীর-ই মন , শশী
” পুতুল নাচের ” ‘ কুসুম ‘ কন্যা আমি ,
মনেরই প্রেম ফুটন্ত রোম রোমে
বুঝতে বুঝতে শুকনো প্রেমের ধামই ।
মাহেন্দ্রকাল ফুরোয় দেরী হলেই
জীবন মৃদু নদীর মতন কৃপণ ,
খুচরো স্নানে ওঠে না ঢেউ তেতে
হিসাব কষার নামতা নাকি যাপন !
আমার কুসুম ঠান্ডা লোহার ডিমে
তোমার তারায় ফোটে না থই আকাশ ,
শিরার সূর্যে রোমাঞ্চিত হৃদয়
হারিয়ে যাওয়া-ই প্রেমের পরবাস ।