শুরুর প্রতিস্থাপন কবে হয়েছিল জানিনা,
কবে —- কখন —- কিভাবে একটু একটু করে তোমার মনের ভেতর প্রবেশ করেছি সেটা ও অজানা।
তবে বের হবার প্রতিযোগিতায় আমি নেই,
ওটা হয়তো আমার স্বভাব বিরুদ্ধ —
আমি হৃদয়ের উন্মাদনায় সব অস্তিত্ব বিসর্জন দিয়ে দেবো,
তবুও পারবো না তোমার প্রতিশ্রুতির পরিমাপ কে নামিয়ে দিতে।
ওটা যে চিরন্তন এক সত্যের মত হৃদয়ে রয়েছে —-
একাই হয়তো ভেবে চলেছি দিন রাত —
মাসের পর মাস কিংবা বছরের পর বছর,
তবুও কি কিছুটা অন্তিমতা ঘটেছে —
ঘটেনি,
হয়তো আরো এক তীব্র মায়া নামক শক্তি
ক্ষত বিক্ষত করে দিচ্ছে সমস্ত শরীরকে, কি করে পারবো এই চিরন্তন সত্য মেনে নিয়ে ভুলে থাকতে
ওটা এই জীবনে আর হবে না —
তুমি যে চিরস্থায়ী এক জ্বলন্ত প্রহেলিকা আমার জীবনে।