প্রতিবাদ আজ একটা রাতের নয়!
প্রতিবাদই হোক তোমার পরিচয়!!
লক্ষ্মী রূপের এবার হয় হোক শেষ!
কালীরূপে হোক তোমার অভিষেক!!
মেয়েরা ভালো লক্ষ্মীমন্ত রূপে!
কিন্তু অসুরের মাথা কালীর কাছেই ঝোঁকে!!
তাই এবার যখন আসবে পৃথিবীতে!
লক্ষ্মী হয়ে নয়, আসবে কালীর রূপে!!
যতোই ওরা করুক মায়ের পূজো!
যতো খুশি সাজাক ঢাকের সাজ!!
সেই মায়েরই কাপড় ধরে টানে!
মনের কোথাও নেই তো লাজ!!
বিবেক বুদ্ধি দিয়ে বিসর্জন!
সেই মায়েরই করছে যে ধর্ষণ!!
সমাজ নাকি বদলেছে আজ খুব!
পাল্টেছে তার নিয়ম নীতি যতো !!
দিন বদলের কথা সবার মুখে!
মেয়েরাই নাকি স্বাধীন আজ সবথেকে!!
বলি, এটাই যদি স্বাধীনতার মানে!
মেয়েরা ঠিক স্বাধীন কোনখানে?
মেয়েরা তো সেই আজও শুধুই মেয়ে!
নেই কোনো তার অন্য পরিচয়!!
রক্ত মাংসে নিপাট একটা দেহ!
যাকে চাইলেই বুঝি ভোগ করে নেওয়া যায়?
প্রতিবাদ তাই একটা রাতের নয়!
প্রতিবাদই হোক আগামীর পরিচয়!!
স্বাধীনতা হোক সকলের কাছে অভিন্ন!
লিঙ্গ ভেদে না হয় যেনো ভিন্ন!!