মৃত্যুকে আর পারবোনা ঠেকাতে
আজ মানুষ হয়েছে বাঘ!
তাই বলে আজ মারবে শিশু
এমন ক্রোধ এমন হিংসা রাগ!
অমেরুদণ্ডীকে লাথি মারি
মেরুদণ্ডী প্রাণীর অহংকারে!
জোঁকতো কেবল রক্ত চোষক
মারেনি শিশু এ সংসারে।
জোঁকের থেকেও নিম্নশ্রেণীর
পশুর থেকেও নিম্নজাত!
হায়রে মানুষ ইতর শ্রেণীর
শিশু মারতে কাঁপেনি হাত!
চালাও গুলি আমার বুকে
দাওনা ফাঁসি করিনা শোক,
মানবোনা তবু শিশুর মৃত্যু
আগে আমার মৃত্যু হোক।
কোথায় আজকের মা বাবা সব?
কোথায় আজ পৃথিবীর লোক?
মারছে শিশু মরতে দেখেও
বিবেকে কেন জাগেনি শোক?
কি লাভ তবে বৃষ্টি চেয়ে
নাই যদি আজ জলাশয়?
কি লাভ দিয়ে শিশুর জন্ম
পৃথিবীটা যদি নিরাশ্রয়!
শিশুর প্রতি নাই যদি প্রীতি
গর্ভে কেন বীর্য রাখিস?
লাগা কন্ডোম ওরে পামর
বাবা নামের লজ্জা ঢাকিস!
সেই শিশুদের ভরসা ছিলো
যে শিশুদের মারলি আজ!
এই পৃথিবীকে নিরাপদ ভেবে
মৃত্যুতে তারা পেয়েছে লাজ!
ধিক্কার জানাই থুতু ছুড়ে
মানুষ নামের হিংস্র জাতি!
মৌন মিছিলে কি লাভ জ্বালিয়ে
চার আনার ওই মোমবাতি!
অস্ত্র আজ একবিংশ চেনায়
কেড়ে নিয়েছে অনেক শিশু!
কোথায় দেবতা গির্জার ভিতর?
পথে কাঁদছে মানব যীশু!
সবাই আজ প্রার্থনা করি আয়
শিশুর চাই সুস্থ সবল দেহ,
দোয়া মাগি আমার কোমর ঝুঁকে
এ বিশ্ব হোক শিশুর বাসগৃহ।