জলাভূমি ভরে হচ্ছে সৌধ কত শত ইমারত,
মানুষ কি আর ভেবেছে কখনো দিতে হবে খেসারত।
সবুজ উজাড় করে যথেচ্ছ বনভূমি করে ক্ষয়,
দোদুল্যমান ভারসাম্যতা পরিবেশে অবক্ষয়।
প্রকৃতি রুষ্ট আক্রোশে তার বাড়ছে উষ্ণায়ণ,
চারিদিকে তাই জলের অভাব অতি কঠোর দহন।
অর্থের মোহে করছে মানুষ অনাচার অবিরত,
পাল্টা জবাবে প্রকৃতিও বুঝি শোধ নিতে উদ্যত।
জলাশয় হতে বাষ্প হয়েই মেঘের জন্ম হয়,
সেই মেঘ হতে বৃষ্টি ধারায় ধরণী সিক্ত রয়।
জলাভূমি আজ হয়েছে নিঃশেষ প্রকৃতির দুর্দশা,
বৃক্ষ রোপণ করলে তবেই মিটবে বেহাল দশা।
হও আগুয়ান এসো গো সকলে গাছ রোপণ উৎসবে,
সবুজে সাজবে প্রকৃতি আবার ধরণী খুশিতে রবে।
প্রকৃতির দানে সুখে থাকি মোরা কর এবে ঋণ শোধ,
বিবেকবোধের বিকাশ ঘটাও জাগাও মূল্যবোধ।