বুঝতে বুঝতে বিকেল গেলো
সকাল ক্ষয়ে মাটি ,
অকর্মণ্য দুপুর ঘুমোয়
বোঝার উপর আঁটি ।
বোঝার ভুলে এতোটা পথ
পিছলে প্রপ্রাত জলে ,
কিংবা বোঝার অক্ষমতা
জ্বলতে জ্বলতে গলে ।
চলতে চলতে আটকে নুড়ি
এঁটেল শ্বাসের ঢালে ,
টালমাটালে গড়িয়ে গড়ান
ডুবন্ত মগডালে ।
সময় এসে ঘড়ির কাঁটা
ঘুরিয়ে দিতে পারো ?
অভিজ্ঞ বোধ বুঝবে দ্রুত
কমুক আয়ু আরও ।
আয়ুর দৈর্ঘ্যে ঘুরছে ঘুড়ি
ঘুড়ির প্রস্থে মায়া ,
মায়ার তাপে হে পরমাদ
পোড়াও এ প্রচ্ছায়া ।