পাহাড়িয়া বনপথে রেলপথ বাঁকা,
আঁকাবাঁকা চলে গাড়ি যেন ছবি আঁকা।
অপূর্ব শোভা তার মনোহরা বেশ,
আলোছায়া খেলে চলে নগ চূড়া দেশ।
সবিতার আলো সেথা ম্লান হয়ে রাজে,
চারিদিকে দ্রুমদল সবুজেতে সাজে।
ছোটো ছোটো বাড়িঘর পাহাড়ের গায়,
সুনিবিড় বন মাঝে দূরে দেখা যায়।
নানাবিধ পাখিদের কূজনের সুর,
বাতাসের সাথে ভাসে শোনা যায় দূর।
ট্রেনে চেপে যাতায়াত করে লোক সবে,
প্রকৃতির কত রূপ দেখা যায় ভবে।