ধৈর্যের ধ্যান বুনে বুনে উইচাকে কবি ,
পিপাসার বিন্দু বিন্দু আয়ু গলে নদী ।
ম্যামথের মৃত্যু শোকে কবিতার সৃজন বিস্ময় ।
পথিকের পথ গেঁথে গেঁথে
পাঁচিলের পালিত সভ্যতা ।
স্বার্থের সুদ চুরি হলে যুদ্ধের খানাতল্লাশী ।
আসলে ,
উইচাক হোক কিংবা নদী
কবিতা হোক কিংবা সভ্যতা ,
সবই অতৃপ্ত অতীতের হালখাতায়
চলমান অক্ষয় তৃতীয়া ।
শেষ যুদ্ধ বিমানে শান্তির স্বপ্ন উড়ান ।