বানের জলে ভেসে আসে মৃগ শিশু
জীবন বাঁচায় হাতে তুলে মোদের যিশু।
পশুপ্রেমে ঝাঁপায় জলে সাঁতার কাটে
ফিরবে দোঁহে দিনের শেষে আপন বাটে।
রাখবে তাকে যতন করে মনের মত
খেতে দেবে কচি পাতা দূর্বা যত।
থাকবে দোঁহে ভালোবেসে নিজের করে
নামটি দেবে পরান সখা হৃদি ভরে।
গায়ে বুটি দারুণ চঞ্চল শুধুই খেলে
খরগোশ পিছে ঘুরে বেড়ায় চক্ষু মেলে।
বন্ধু দোঁহে তৃণভোজী থাকে সুখে
খুনশুটি হয় মাঝে মধ্যে তখন দুখে।
নাম দিয়েছি খরগোশ মিতা আসবে কাছে
তিড়িং বিড়িং পরান সখা থাকবে পাছে।
দুষ্টু মার্জার তকে তকে মারবে থাবা
ডাণ্ডা নিয়ে তেড়ে যাবো বলবে বাবা।