এই বাড়িতে যেন আমি এক অসহায় প্রাণী
কখন কি হয় এদের কি জানি?
এখানে কোনই দাম নেই আমার পছন্দ-অপছন্দের
আমি গোলাম হয়ে রয়ে গেলাম এদের
তবুও ওরা স্বীকার করবে না
আমি যে ছিলাম গোলাম এদের।
অনেক হয়েছে ,
অনেক কিছুই দেখলাম।
আমি এই জীবন থেকে বিদায় নিতে চাই
সেই অর্থে এ জীবনে আমার কোন মূল্য নাই
তাই এ জীবন হতে তেমন কিছু পাওয়ারও নাই
ভাবনা শেষে–
বসে আছি অবশেষে —
এখন কিছু চাওয়ার নাই
এরা শুধু শুধু আমাকে হাসায়
এরা নিজের অজান্তেই আমাকে কাঁদায়
আমি থাকবো না আর এখানে
যেদিকে দুচোখ যায়; চলে যাব সেখানে
ফেলে দেয়া থুথু আর কতদিন চেটে খাওয়া যায় বলুন তো?
যে পারে সে পারে
আমি ওসব পারি না
ও পথে যাব কেন?
ভাবছি আর যাব না
পৃথিবীর সব রাশিফল ত্যাগ করে
অবশিষ্ট রাশিফল গুলো আছে আমার তরে
বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই শ্রেয় দেখছি
পরাজিত জীবন লয়ে যত এগোই ততই শিখছি।