জ্ঞানের আধার বিবেকানন্দ
তুমি সন্ন্যাসী বীর,
বিশ্ব মঞ্চে ভারত ভূমির
করেছো উন্নত শির।
ঝঞ্ঝা বিপদ উথলি পাথার
প্রবল গর্জন ধ্বনি,
অসীম সাহস ভয়হীন দুর্জয়
তুমি হও পরশমণি।
তোমার জ্যোতিতে জ্যোতির্ময়ী
ভারত পূণ্যভূমি,
সমাজ কল্যাণে মানব মনেতে
চেতনা জাগালে তুমি।
যুবক প্রাণের পথের দিশারী তুমূল
কুসংস্কার দূরে ঠেলে,
করলে জাগ্ৰত দর্শন চেতন
সহৃদয় প্রেম ঢেলে।
শিকাগো শহরে ধর্ম সম্মেলনে
সগৌরবে করলে প্রচার,
সনাতন হিন্দু ধর্মই হলো
শ্রেষ্ঠ ধর্মতত্ত্বের আধার।
শ্রীরামকৃষ্ণের মানসপুত্র তুমি
বিবেকানন্দ স্বামী,
ছিলে যুগনায়ক বেদান্তবাদ প্রচারে
কাটিয়েছো দিবস যামী।