নীল জোনাকি , নীল জোনাকি
আর কতটা জ্বলতে বাকি ?
জ্বালাও যদি দেবোই আড়ি
নিভতে আমি ভালোয় পারি ।
নীল জোনাকি , নীল জোনাকি
আমার বাড়ি আসবে নাকি ?
ভয় লাগে যে নিভতে গিয়ে
আলোক দেবে , আঁধার ঘিয়ে !
নীল জোনাকি , নীল জোনাকি
কেমন করে তোমায় রাখি ?
চেনা জোনাক আমার মতো
জ্বলছে যত , নিভছে তত ।
নীল জোনাকি , নীল জোনাকি
পলকপাতও বন্ধ নাকি ?
রোদ নড়ালে ছায়ার সারি
বিরামহারা বাঁচতে পারি ?
নীল জোনাকি :– এক ধরনের আমেরিকার জোনাকি পোকা ।
তারার মতো দপদপ করে নয় , নীল আলোয় অপলক জ্বলে ।