নীতিভ্রষ্ট মানুষ এখন
মুখোশ পরে চলে,
নিজের স্বার্থ নিয়ে কেবল
আখের গোছায় তলে।
ভদ্র সেজে বেড়ায় ঘুরে
দেখায় কত ভালো,
কুমতলবে মগজ ভরা
অন্তর কলুষ কালো।
চেতন বুদ্ধি নেইকো মোটে
সবই গেছে ভুলে,
অন্যায় করে দেখায় দাপট
শাসায় আঙুল তুলে।
লঘু গুরু জ্ঞানের বালাই
সবই গেছে ঘুচে,
সমাজ মাঝে কৈতব মেলা
সদ্ভাব গেছে মুছে।
অপ্রীতিকর কথায় পটু
তার্কিক অতি হেঁড়ে,
সমাজে আজ এদের সংখ্যা
ক্রমেই চলছে বেড়ে।