নীতিবোধ নেই আর
ধরাতল মাঝে,
ধান্দা ও স্বার্থতে
লোক মেতে কাজে।
ভালো ভালো কথা ব’লে
সাধু সাজে কত,
বেআইনি কর্মেতে
দেখি থাকে রত।
মন মুখ এক নয়
সন্ধানী চোখ,
চাটুকার যত তারা
লাজহীন লোক।
ভালো সৎ লোক আজ
দেখা নাহি যায়,
কতিপয় আছে বুঝি
প্রবীণের ঠায়।
বদ লোকে ভরে গেছে
ধরণীর ‘পরে,
স্বার্থের নিমিত্তে
হানাহানি করে।