দেহ মন সবেতেই ধর্ষণ যে হয়
দেহের ধর্ষণে দোষ প্রমাণ সহজ
মনের ধর্ষণ কথা নাহি হয় খোঁজ
দুই ধর্ষণেতে ভেদ কম কিছু নয়।
নির্যাতন ও ধর্ষণ বিভীষিকাময়
লাগাতার কুমন্ত্রণা ধর্ষিত মগজ
পণ হেতু কত বধূ নির্যাতিতা রোজ
লাঞ্ছনাতে কাটে দিন সদা মনে ভয়।
মননের ধর্ষণেতে স্বপ্ন ভেঙ্গে চুর
জীবন মরণ সম কাটে ব্যাথাতুর।
বিচারক্ষেত্রে দু-এর প্রভেদ বিস্তর
দেহের ধর্ষণকারী গর্হিত আসামি
মনন ধর্ষণকারী পায় যে নিস্তার
সমাজেতে উচ্চশিরে ঘোরে দিবা যামী।