কত দ্বীপ আছে পরে জনারণ্য আড়ে
অপূর্ব শোভার মেলা তার চারিভিতে ,
সবুজ শ্যামল সদা সৌন্দর্য বাহারে
অজানা অদেখা কত আছে পৃথিবীতে।
সে দ্বীপের দেখা যদি পাও প্রকৃতিতে
নির্জন প্রশান্ত তট পাবে চারিপাশে,
কেটে যাবে সারাদিন পরম তৃপ্তিতে
সবুজ নীলাভ রঙ জল দেখে রাশে।
শুভ্র কত ছিন্ন মেঘ ভাসে নীলাকাশে
মানবতা রাজে সেথা মানুষের মাঝে,
সরল বিশ্বাসে তারা সবে ভালোবাসে
অতিথির আপ্যায়নে পটু নানা কাজে।
মনোরম নান্দনিক অটবির শোভা,
জনারণ্য থেকে দূরে অতি মনোলোভা।