নতুন পোশাকের ঝলকে দিন শুরু হয়,
আয়নায় দেখি নিজেকে রঙিন রূপে সাজাই।
সুবাসিত সুগন্ধিতে শরীর ভাসাই,
তবু কি জানি, ভিতরে কোথায় শূন্যতা লুকাই।
চোখের সামনে পৃথিবীর আলো ঝলমল করে,
অন্ধ মোহে ডুবে যায় হৃদয় ভরপুর চাহিদায়।
কিন্তু কি জানি, একদিন এই আলো নিভে যাবে,
তখন মাটির কোলে ঘুমোতে হবে শান্তির প্রত্যাশায়।
আজ যাদের তিল তিল করে সঞ্চয়,
কাল তাদের নাম মুছে যাবে, স্মৃতির ধুলায়।
যারা শানের বাহাদুরিতে বুক ফুলিয়ে চলে,
তারাও একদিন হবে এই পৃথিবীরই অচেনা অংশ।
পৃথিবীর মোহের রঙিন মায়া তো ক্ষণিকের,
শেষে সকলের ঠিকানা সেই মাটির গহ্বরে।
তাই বলি, জ্বলজ্বলে মোহে হৃদয়কে ব্যাকুল করো না,
চিরস্থায়ী আলোর পথে নিজের পথ রচনা করো।
যে কাঁধ আজ তোমায় গর্বে বহন করে,
একদিন সেই কাঁধই তোমায় শেষ যাত্রায় নিয়ে যাবে।
তারপর?
সেই পথের গল্প একেবারেই একলা,
তোমারই কর্ম হবে তখন তোমার একমাত্র দিশা।
তাই, আজও সময় আছে, নিজেকে গুছিয়ে নাও,
সত্য আর সাদামাটার আলোতে জীবনের সুর বাঁধো।
পোশাক তো বদলাবে বারবার,
কিন্তু অন্তরের গভীরতাকে শুদ্ধ রাখা,
এটাই মানুষের সেরা পরিচয়।