না হয় একটিবার ভুল করেই বলতে ভালোবাসি,
এই কবিতা টি তোর জন্য লিখেছি!
তোকেই উপহার দিয়েছি!
তুই ছাড়া বল আমার আর কে আছে?
না হয় সত্যি করে বলতে বন্ধু তোকে ভালো রাখি।
বন্ধু তোর কষ্ট আমার হোক..
এ যে শুধু কবিতায় নয়,
তুই যে সত্যিই তা প্রমাণ দিয়েছিস।
ভালো বাসতে হলে কী অনেক কিছু লাগে?
টাকা পয়সা সোনা গয়না সবকিছু তখন তুচ্ছ লাগে!
ভালো বাসলে মনের ঘরেই তাজমহল গড়ে,
সেই হৃদয়ে রাজা তখন শুধু তুমি! শুধু তুমি!