নারী স্বাধীনতার প্রকৃতি নিয়ে আছে মতান্তর,
কোনো নারী স্বাধীন অতি কেউ বা লাঞ্ছিতা নিরন্তর।
অবহেলিত কত নারীর হতাশায় জীবন দুর্বিসহ,
স্বাধীকারের জন্য বহু নারী লড়ছে অহরহ ।
অতীতের নারী সংসার শৃঙ্খলে আবদ্ধ জন্মদাত্রী জননী,
পুরুষশ্রেষ্ঠ মান্যতা দিয়ে ছিল তারা সদাই মৌনী।
আধুনিক নারী স্বাধীন যেমন অনেকে স্বেচ্ছাচারীও বটে,
ব্যবহার আর পোশাক পরিধানে কদাপি তা উঠে ফুটে।
সংসার বাঁচাতে কত নারী অধুনা ধরছে হাল,
চালায় টোটো বাস উড়োজাহাজ, সংসারও দেয় সামাল।
নারী যেমন খেলছে ক্রিকেট, করছে শৃঙ্গ জয়,
নভশ্চরেও দিচ্ছে পাড়ি সদা অকুতোভয়।
নারী আজ সর্বকাজে পুরুষের সমতুল্য,
বিবর্তিত সমাজে তাদেরও অবদান অমুল্য।
তবুও কিন্তু নারী আজ সম্পু্র্ণ নয় নিরাপদ,
ঘরে বাইরে শিকার অপেক্ষায় থাকে কামার্ত শ্বাপদ।