নারী দিবস বলে সবাই
বুঝলি কিছু, মেয়ে,
চুপ করে রয় কাজের মাসি
বোঝার চেষ্টায় চেয়ে।
দাদাবাবু সরো দেখি,
মেলা কাজ যে, পড়ে,
দিবস টিবস নয় যে মোদের
নয় গো কিছু ধরে।
ছুটি চাইলে গোস্সা হবেন,
মায়ের মুখটি ভারি,
তার চেয়ে বা, তাড়াতাড়ি –
হাতের কাজটা সারি।
নারী তুমি নও অবলা,
তোমায় মাথায় রাখি,
আ মলো যা; কি ভীমরতি,
কাজে হচ্ছে ফাঁকি।
ভারি গলা, গভীর দৃষ্টি
গিন্নী বেজার সুরে,
ফুটুনি আর বড়ো কথা
ব্যাথা কষ্ট ফুঁড়ে।
নারী দিবস কোথায় ছিল
কেউ দেয় না জল তুলে,
সকাল সন্ধ্যা খেটে মরি
দেখছ কি চোখ তুলে।