নবমীর চাঁদ ঢলে যায় অস্তাচলে
নিভেছে দীপের আলো পুড়ে গেছে ধুপ
ধরণী নীরবে যেন বিষাদ আঁচলে
মুছে দেয় আনন্দের সব রঙ রূপ।
পড়ে ঝরে শেফালিকা প্রভাতে নিশ্চুপ
শিশিরের ক্ষীণ বিন্দু ঘাসের ডগায়
দশমীর তিথি ক্ষণ বিষণ্ণ বিরূপ
কিছুক্ষণ মধ্যে হবে মায়ের বিদায়।
নীলকণ্ঠ পাখি ত্বরা বার্তা নিয়ে যায়
ফিরে যাবে উমা মাতা কৈলাস ভবনে
নন্দী ভৃঙ্গি শুনে মুখে নৃত্যে মাতে তায়
ভোলানাথ আসে বৃষে নিতে পরিজনে।
ধরা মাঝে বিজয়ার ঢাক ঢোল বাজে
বিশ্বময় বিষাদের সুর সাথে রাজে।