স্কাইলাইট ঢেকেছে চাঁদের আলোক
বোমারু বিমান আকাশে করছে লড়াই!
বারুদে দাঁড়িয়ে বিশ্ববার্তার ক্যানভাস
মুক্ত পৃথিবী, “আর যুদ্ধ নয়, শান্তি চাই”।
চেতনা দিয়ে যুদ্ধ চলছে রোজ
কলিঙ্গ স্রোতে আজও কাড়ছে প্রাণ!
মিসিসিপি আজ রক্তে ভাসবে তবু
আমরা বলবো “রক্ত দান জীবন দান” !
প্রতিহিংসায় আজ পৃথিবীর মুখ ভার
সেকেন্ডে মিনিটে প্রাণের বলিদান!
আজ মৃত্যু আঁকছে চিত্রকরের তুলি
তবু ট্যাবলো সাজাই “একটি গাছ একটি প্রাণ” !
ধোঁয়ার বিষে পৃথিবী রঙ ধূসর
মুখ ঢেকেছে পৃথিবীর যত কবি!
বিশ্ববার্তার খবরে বলছে রোজ
ব্যানারে লিখছি “দূষণ মুক্ত পৃথিবী” !
সত্য মিথ্যার বিষম দ্বন্দ্ব আজ
সত্য বলতে স্পষ্টত ভয় পাই!
কেউ শুনেছে পশুকে মিথ্যা বলতে?
তবু “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” !
পৃথিবীতে যদি আর কখনো যুদ্ধ বাঁধে
বিশ্বযুদ্ধ নামকরণ তার বৃথা,
ধর্মপুত্র’রা আজ ধর্মযুদ্ধের প্রতীক
প্রমান করছে “যুদ্ধ সত্য, ধর্ম মিথ্যা” !
বিশ্ব কি মানে শিক্ষার মাপকাঠি?
হাঁটুকে যারা মাথা ভাবে তাদেরই আজ জয়!
ব্যাকরণ’হীন অকারণ পৃথিবীর হোর্ডিং
“পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয়” !