তোমার একান্ত অনুভূতির বীজ যখন
শব্দের সহবাসে এক গাছ ফুল হয়ে ফোটে ,
পৃথিবীর সমস্ত করোটি চোখ
কাজল দৃষ্টি ফিরে পায় ।
গাছের ছায়ারা হেঁটে পথিকের ছাতা হয়ে যায় ।
দুর্বোধ্য দূর্গে ঢুকে কবিতা বন্দী হলে
শশব্যস্ত জনপদ – রাজপথও খাঁ খাঁ !
জটিল পঙক্তি ডালে কিংবদন্তী পাখির ডানা
কখনও বসেছে ?
ফুরফুরে আমাজন বাতাসের মতো বিস্তার
আর বৈকাল হ্রদের নাভির মতো গভীর
উচ্চারণে গেয়ে চলো কবি ,
আমরা তোমারই ধুম বৃষ্টির মেঘে
পাঠকের কান পেতে আছি ।