উৎসব প্রতিবাদ পাশাপাশি দেখি
সঙ্গে কার্নিভাল,
অবক্ষয় আর ভাঁড়ামি, চাতুরী
প্রশাসনের কদর্য হাল।
ন্যায়ের দাবিতে আমরণ অনশন
প্রতিবাদের অহিংস ঢাল,
বিচার চেয়ে জনগণ নামে পথে
চলছে দ্রোহকাল।
যে রাজ্যে নারীরা ধর্ষণ খুন হয়ে
পায়না সুবিচার,
সে রাজ্যে শাসক থাকে কিভাবে
নির্লজ্জ নির্বিকার!
দেবী মা’কে নিয়ে রাজপথে উচ্ছ্বাসে
করছে কার্নিভাল,
রাজ্যে মরছে কত তিলোত্তমা, অভয়া
নেই বিচার দেখভাল।
মাটির মায়ের কার্নিভালে
করছে নিজের প্রচার,
অনাচার সর্বত্র গেছে যে ছেয়ে
নেই তার কোনো প্রতিকার।
উৎসবে মাতোয়ারা নিরোর মত
এ কেমন শাসক আচার,
দ্রোহের কার্নিভাল তাই হলো শুরু
আরজি কর -এর চেয়ে বিচার।
দ্রোহের আগুন ধিকিধিকি জ্বলে
সমস্ত দেশ জাতির মনে,
তুমি মহান যতই সাজো আজ
জানে জাতি ঘটছে কার ইন্ধনে।
এ দ্রোহকাল চলছে চলবে,
জনগণ সুবিচার চায়,
দোষীর শাস্তি পেতেই হবে
আছে সবে প্রতীক্ষায়।