চিড়িয়াঘর দেখতে যাবে
খুশি মনে খোকা,
সকাল থেকে কান্না করে
পোষা ভুলু বোকা।
পাখির খাঁচায় শতেক পাখি
দেশ বিদেশের রবে,
নানান ডাকে গাইছে যে গান
কত কথা কবে।
শিম্পাঞ্জি তার কেরামতি
দর্শক সকল হাসে,
অঙ্গ ভঙ্গি মানবের ন্যায়
হুঁকো টেনে কাশে।
বাঘের হালুম শব্দ টানে
ছুটল হাওয়ার বেগে,
রয়েল বেঙ্গল টাইগার হাঁটে
গেছে ভীষণ রেগে।