দেশের নায়ক নেতাজি তুমি সেলাম জানাই আজ
জন্মভূমির কষ্ট লাঘবে পরেছিলে রণ সাজ।
বজ্রকন্ঠে ধ্বনিত তোমার কালজয়ী সেই কথা
“রক্ত দাও, আমিই দেবো তোমাদের স্বাধীনতা ।”
তোমার কর্মে তোমার ত্যাগে গর্বিত দেশবাসী
তোমার প্রেরণা ছোট্ট ক্ষুদি,ক্ষুদিরামের ফাঁসি !
“দিল্লী চলো” আহ্বানে তাই দেশজুড়ে সাড়া পড়ে
পূজ্যমানে তোমার মূর্তি ভারতের প্রতি ঘরে ।
আজাদ-হিন্দ এর সর্বাধিনায়ক যোগ্যের পরিচয়
ব্রিটিশ বিরোধী সংগ্রামে তাই ভারত নেতাজিময়।
অবিশ্বাসের আস্তরে ঢাকা তোমার মৃত্যুখানি
“অমর রবে সুভাষচন্দ্র” মনে প্রানে জানি ।