খরখরে রোদে রিমঝিম হিমকণা
আধুনিক নয় , প্রাক- পুরাণেরও আগে
দেখেছি তোমাকে নীল ঘোড়া পথে একা ,
সিন্ধু তখনও বিন্দুর অনুরাগে ।
লজ্জার মুখ পায়নি চুনীর চুমু
খোলা বুকে জোড়া দৃপ্ত উপত্যকা ,
প্রকৃতির পালে ঢেউ তুলে নির্জনে
বলেছিলে নাকি — কখন এলেন সখা ?
চোখের তারায় ফুটেছিলো শিলালিপি
সিংহীর মতো কোমরের পেশী টান ,
রাজহংসীরা উপমার হাটে ভ্রুণ
জঙ্ঘার নীচে থমকে হড়পা বান ।
নিকটের ভয়ে পিছিয়ে নিয়েছি পা
দৃশ্য গর্ভে জন্মেছি বারবার ,
স্মৃতি বসে ছিলো ওয়েলার ট্রামে থই
চিনেছে দেখেই পথ এলো ফেরবার ।
জনপদে হাঁটি সভ্যেরা সংশয়ে
সাহসী যুবতী বেঁচে থাক ভয়হীন ,
শিলালিপি সালে অনুবাদ করে যাবো
যদি খুঁজে পাই যোগ্য হবার দিন ।