দূরত্ব যদি সত্যিই ভালবাসার গভীরতা বাড়ায়,
জমতে থাকা কথাগুলো না বলতে পারি তোমায়!
তবে তোমার অন্তর ছুঁয়ে দূরেই থাকতে চাই।
ঠিক যেমন করে মেঘ আকাশ ছুঁয়ে উড়ে যায়,
দূরে অনেক দূরে,ডাকলেও যদি না দাও সাড়া,
তোমার ব্যকুল চোখ যদি না হয় দিশেহারা,
তবে ভুলতে আপ্রাণ চেষ্টা করে দেখো,
ভুলতে পারো কি না আমায়!!