দায়িত্ব বোধ খুব জরুরী
পালন করতে হবে,
সামাজিক জীব এই সংসারে
দায়িত্ববান রবে।
ছোটো থেকেই গৃহ শিক্ষা
নিজের কাজটি দেখো,
নিয়ম করে পালন করো
ধৈর্যের সাথে শেখো।
গাছের সেবা জীবের সেবা
দায় দায়িত্ব ধরে,
ছোটো থেকেই অনুশীলন
মায়ের সাথে করে।
বড় হবার সাথে সাথেই
দায়িত্বের ভার বাড়ে,
পিতা মাতা দাদু দিদার
দেখাশোনা ঘাড়ে।
ডাক্তার নার্সের দায়িত্ব বেশ
রোগীর জীবন তরে,
পরিশ্রমে হয় না কাবু
চব্বিশ ঘন্টা ধরে।
সৈনিকেরা দেশের সেবায়
দায়িত্বশীল বোধে,
নিশ্চিন্তের ঘুম ঘুমায় সবাই
তারা সংহার রোধে।