না আমি নামী, না আমি দামী
না দামী আমার জীবনের সঙ্গে
সম্পর্কযুক্ত মানুষগুলো।
মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক
তৈরি হয় কি দিয়ে ?
রক্তের সম্পর্ক ছাড়াও, আরও কত সম্পর্ক গড়ে ওঠে অভিজ্ঞতা নিয়ে।
পরস্পরের বোঝাপড়ার সাথে
থাকে একটা ভাব তরঙ্গের ছোঁয়াছুঁয়ি।
সেটা যদিনা থাকে তাহলে
বন্ধু আর বন্ধু থাকে কই?
স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসা থাকলে সম্পর্ক হয় সুন্দর, অমলিন।
কত ঝঞ্ঝা, ঘুর্ণাবর্ত আসে জীবনের গতিপথে,
মানুষ আর সমুদ্রের মধ্যে তাই কত মিল!
দুজনের জীবনে জোয়ার ভাটা
লেগেই থাকে,
যন্ত্রণাও গভীর।
জীবন সায়াহ্নে
ওপারে যাওয়ার সময় ঘনিয়ে এলে,
কত আনন্দ, আমোদ, সুখ, কোলাহল,
সব থেকে যাবে মৃত্যুর দলিলে।
তাই ফিরে যেতে হবে জেনেও
যখন পৃথিবীতে আসা,
সেবা, কর্তব্যে জয় করে নিও
মানুষের ভালোবাসা।