যেভাবে মেখেছো মনে , আমি তো পারিনি !
পারার কি কথা ছিল ? সেভাবে ভাবিনি ।
শেকড়ে ঘিরেছে সেতু , কিভাবে পেরোবো ?
তোমার কবিতা হতে , তবুও বেরোবো ।
বেরোনো সহজ নয় , তবু তো গিয়েছি,
তোমার ইচ্ছে- নীল শাড়িতে সেজেছি ।
তুমিই ডেকেছো বলে , বৃষ্টি মানিনি
তোমার বিপাশা চোখে , আমি কি ভাসিনি ?
হয়েছি দৃষ্টিনদী , যখন চেয়েছো
অরণ্যে হরিনাভি , তাইতো পেয়েছো ।
সবটুকু কাছে পেলে , জানোই তো ভালো
তুমিই লিখেছো কবি , হয় অগোছালো ।
তাইতো রেখেছি মন , মনেরই ভিতরে
সংসার দূর্গে বাঁধা, খোলা অন্তরে ।