কলসি ভর্তি তৃষ্ণা নিয়ে বসেছি
তোমায় সৃষ্টি করব বলে
রক্তের যাবতীয় সুগন্ধ জড়ো করে
আঁকব চোখ
পালকে বসাব অজস্র তীক্ষ্ণ দাঁত
সহজেই যেন শিকল মাথা নোয়ায়
এ আমার অহংকার
রাত শেষে ঢেলে দেবো
আমার তরল সূর্য
হার্টবিট জেগে উঠবে
কলসি ভর্তি তৃষ্ণা নিয়ে বসেছি
তোমায় সৃষ্টি করব বলে
রক্তের যাবতীয় সুগন্ধ জড়ো করে
আঁকব চোখ
পালকে বসাব অজস্র তীক্ষ্ণ দাঁত
সহজেই যেন শিকল মাথা নোয়ায়
এ আমার অহংকার
রাত শেষে ঢেলে দেবো
আমার তরল সূর্য
হার্টবিট জেগে উঠবে