আমাকে তোমরা যতই আক্রমণ কর…..
তোমাদের খেলার রহস্য প্রকাশ পাবেই পাবে
আমার নামে তোমরা যতই অভিযোগ আনছো আনো…
তোমাদের নামের পদবী প্রকাশ পাবেই পাবে
আমার ওপরে রাগের পাহাড় যতই ছোড়ো….
তোমাদের চালাকি……
তোমাদের ভন্ডামি……..
আমি প্রকাশ্য জনসভায় চেঁচিয়ে চেঁচিয়ে বলবই বলব।
যারা …….
কবি সাহিত্যিককে রাজনৈতিকভাবে দাগিয়ে দেয়
যারা……..
সমাজের সুশীল সমাজকে বিভ্রান্ত করে
যারা …….
সমাজ সংস্কারককে দেশদ্রোহীতার তকমা দেয়
আমি তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলি।
আমি তাদেরকে জলজ্যান্ত জানোয়ার বলি।
কুলাঙ্গারের মতো যারা …….
নিজের জাতিকে সস্তার বাজারে বিলিয়ে দেয়
একটা আস্ত জানোয়ারের মতো যারা ….
নিজের ধর্মকে নালা নর্দমায় ডুবিয়ে দেয়
যারা ……..
নিজের ইতিহাসকে প্রজন্মের হাতে তুলে ধরে না
দেশ ও রাষ্ট্রের সম্মানের কথা ভাবেনা কোন কালে
আমার চোখে তারা…….
পৃথিবীর সর্বোচ্চ অপরাধের অপরাধী।
এই পৃথিবীতে আমি আজ আছি, কাল থাকবো না
আমার কবিতা লিখে আমি চলে যাবো একদিন
তবু রয়ে যাবে ……..
আমার প্রতি তোমাদের এই নোংরা দৃষ্টির ইতিহাস
রয়ে যাবে …..
তোমাদের অন্ধত্বের সক্রিয় ভাবনায় লালিত এই অভিশাপ।
সময়ের কাছে তোমরা দোষী হয়ে রইলে
দোষী হয়ে রইলে জাতির কাছে
দোষী হয়ে রইলে প্রজন্মের কাছে
দোষী হয়ে রইলে দেশ ও মায়ের কাছে
তোমাদের মত জানোয়ারেরা দেশ থেকে হোক সাফ
আমি পারবো না কোনদিন …….
পারবো না কোনদিন করতে তোমাদের মাফ।
যত বড় দিয়ে যাও তোমরা আমায় অভিশাপ।