শরীরী প্রেম তোমার জন্য নয়।
অন্তরঙ্গ ঘনিষ্ঠতা তোমাকে মানায় না।
দূরত্ব আর আকর্ষণ বল ব্যস্তানুপাতে বাড়ে
এই ছিল দীর্ঘমেয়াদি ব্যর্থ বিজ্ঞানচর্চা!
চোখ যার শত শতাব্দীর অন্ধকার
তার প্রেমিক কি দার্শনিক হতে পারে?
কামনা-বাসনা তোমার জন্য নয়।
উদ্বেগ-উৎকন্ঠা তোমাকে মানায় না।
এক জন্মে কিভাবে কেউ বারবার জন্মায়
এই ছিল এক জীবনের বৃহত্তম রহস্য!
বুকে যার দুঃসাহস হিমযুগ গলাবার
তার কাছেও কি প্রত্যাশা হার মানে?
পরিপূর্ণতা তোমার জন্য নয়।
সাময়িক সন্তুষ্টি তোমাকে মানায় না।
কালজয়ী যত দুর্বোধ্য আবিষ্কারের নজির
তোমার কাছে সেসব নগণ্য সৃষ্টি!
প্রাণ যার প্রবাহিত আমৃত্যু নিরাকার
তার মন্থনে প্রেমের দ্রাঘিমা মোছে?
পুনরুজ্জীবন তোমার জন্য নয়।
সমাপ্তি সাজে তোমাকে মানায় না।
