তুমি যতই আপন হও
তুমি আমার আপন নও
তুমি যতই কাছে আসার চেষ্টা করো
তুমি আমার আত্মীয় নও ,
যে করেছে অপরাধ তাকে দাও সম্মান
যে করেছে খুন গাও তারি গুন
যে করেছে অভিযোগ
তুমি তার ভিতরেই করেছো রোপন অনুযোগ ,
তুমি যতই আমাকে ভোলানোর চেষ্টা করো
তুমি যতই আমার গলা ধরে ঝুলে পড়ো
তোমাকে কোন অবস্থাতেই আমি বিশ্বাস করব না
তোমাকে কোন অবস্থাতেই একটুও সুযোগ দেব না
তুমি শুধু এই দেশ নয়—-
তুমি দেশ ও জাতির কলঙ্ক
তোমার অভিনয়ের ভঙ্গিমায় আমি বহু গলেছি
তোমার মন ভোলানো কায়দায় আমি অনেক ফেঁসেছি
এখন আর ফেঁসে নিজেকে হাস্যকৌতুক বানাতে চাই না
তোমার শরীরের আড়ালে মনের খেলা বন্ধ করো
তোমার মনের প্যাঁচে ফেলে শরীর পচানো বন্ধ করো ,
তুমি চেষ্টা করছো অনেক; আমার প্রিয় হওয়ার
আমি চেষ্টা করছি অনেক; তোমায় রুখে দেওয়ার
আমার চেষ্টার সততায় আমি জিতব
প্রাণ থাকতে এ জীবনে আমি তোমায় আপন বলে মানতে পারব না ,
তুমি যতই আপন হওয়ার চেষ্টা করো
তবুও তুমি কিছুতেই আমার ব্যক্তিত্বের কাছাকাছি পৌঁছতে পারবেনা
কারন কি জানো?
কারণ হলো…….
তুমি কোনদিন আমার আপন হতে পারো নি
তুমি আমার আপন নও; আপন নও; আপন নাও।