তাই তো উড়ে যাই
তোমার বুকে নীল আকাশে তাইতো উড়ে যাই।
বসন্তের এই মাতাল দিনে
কে দোলা দেয় মনে প্রাণে
তোমার বুকে নীল আকাশে তাইতো মিশে যাই।
ভাবনা কিছুই নাই
আমি আনমনে গান গাই
দুখের বাতাস আসলে পরে
ঝাপটা মারি তাই।
তোমার বুকে নীল আকাশে ডানা মেলি তাই।
আমার মন ভালো নয় তাই
আমি আকাশ দেখতে যাই
আপন মনে বনে বনে ফুল ফুটিয়ে যাই।
চোখে স্বপ্ন আঁকি তাই
বসন্ত এসেছে বনে কে ডেকে যায় আপন মনে
তাই তো ছুটে যাই।
যখন মায়া ঝরে বনের পরে
শিমূল পলাশ ফুলের পরে
পাগল হয়ে যাই।
মউল ফুলের গন্ধে বিভোর
ভ্রমর আসে সেই মধু চোর
উদাস হয়ে যাই।
সাঁঝ বিকেলে নাচের আসর
পাহাড় নদীর মাঠের উপর
নাচতে চলে যাই।
তোমার বুকে নীল আকাশে তাই তো উড়ে যাই।।