একটু যদি খেয়াল করো চারিদিকে
একটু যদি ভাবো সমাজ নিয়ে,
দেখবে আজব তফাৎ কেমন আছে
বুভুক্ষু জনের আর্তি কাতর হিয়ে।
একটা শিশু খায়না খাবার পেয়ে
অন্য শিশু পায়না চেয়ে খাবার,
খিদের চোটে খাওয়ার খোঁজে ভ্যাটে
নোংরা বাসি পেলেই করে সাবাড়।
গরিব অনাথ শিশুর পাশে যদি
একটু দাঁড়ায় ধনী, বড়লোক,
একটু শুধু খাওয়ার দিলেই হবে
বেচে যাওয়া স্বল্প খাওয়ার হোক।
কত তফাৎ বলো দুটো শিশুর
একটা শিশু রুগ্ন দুখি অন্যটির অবাধ গতি।
এর কারণ খতিয়ে দেখলে পাবে
উপেক্ষিত শাসক দ্বারা অতি।