যে তোমাকে ছাড়া বাঁচব না বলেছিলো
সে এখন তোমাকে ছাড়াই
নাতনীকে পিঠে তুলে খটাখট টাট্টু ঘোড়া ।
যে মানুষগুলো একদিন মিছিল খুঁজেছিলো
তারা আজ সময়ের সবুজ জলে
নিস্তরঙ্গ শোকের প্রহরী ।
জাগিয়ে তোলার অক্ষর চিত্রকথা এঁকেছিলো যারা
একনিষ্ঠ আনুগত্যের উপঢৌকন আমদানি করে’
মগজের ঘুম রপ্তানি করছে রাজবন্দরে ।
নির্বাচনী বনিকেরা মুদ্রারাক্ষসের পোষাকে
সাজিয়েছে পৃথিবীর পুতুল সম্রাট ।
অতঃপর বানিজ্যের বিনিময়ে
বিস্ময় বোধক চিহ্ন ডট কম খট মট খট …