টাকা টাকা টাকা
টাকার অহঙ্কারে মত্ত সবাই
যে দিকেই তাকাবে শুধু শুনতে পাবে,
“তোমার টাকা আছে? নেই?
তাহলে যাও এখান থেকে, তোমার কোনো প্রয়োজন নেই এখানে!”
সত্যিই তাই, একেবারে ধ্রুব সত্য!
চারিদিকে শুধু টাকা গন্ধ, টাকার অট্টহাসি,
টাকার জয় জয়কার!
এতটুকু কাগজের টুকরো তার কি অসীম ক্ষমতা!
ঈশ্বর সৃষ্ট মানুষকে অমানুষ বানাতে সিদ্ধহস্ত।
ঐ একটা নিষ্প্রাণ কাগজের টুকরো ,
ওর যে হৃদয় থাকতে পারে না এটাই স্বাভাবিক।
তাই ও খুব সহজেই ঈশ্বর প্রদত্ত সকল মানুষকেই
হৃদয়হীন করে তোলে।
টাকার কাছেই হৃদয় বিকায়।
তাই হৃদয় নিয়ে কি করবে তুমি?কে রাখবে তোমার হৃদয়ের খোঁজ !
তুমি থাকো হৃদয় নিয়ে নিভৃত অন্তরালে একা।