ঝগড়া
স্বামী স্ত্রীর ঝগড়া চলছে। দুজনেই সমান। এ বলে আমাকে দেখ তো অন্যজন বলছে আমাকে দেখ। কেউই যেন হারতে চায় না। দুজনের কাছেই এটা একটা ইজ্জত কা সবাল হ্যায়ের মতো।
এতো ঝগড়া চলছে যে বাড়িতে কাক চিল বসতে পারছে না। চিৎকারের শব্দে উড়ে পালাচ্ছে। ঝগড়া কি বিষয় নিয়ে শুরু হয়েছিল দুজনেই ভুলে গেছে।
এখন স্বামীর দোষ খুঁটিয়ে খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে থরে থরে সাজিয়ে দিচ্ছে স্ত্রী। আবার ওদিকে স্বামীও চুপ করে বসে নেই। সেও ঐ একইভাবে স্ত্রীর সামনে তার দোষ সাজিয়ে রাখছে।
অনেক সময় কেটে যাবার পরেও ঝগড়া থামার কোন লক্ষণ নেই।
আগড়ুম বাগড়ুম সব কথা চলছে তো চলছেই। কেউ কাউকে ছেড়ে কথা বলবার পাত্র নয়।
হঠাৎ স্বামী চিৎকার করে বলে উঠলো চুপ করো।
স্ত্রীও কম যায় না সাথে সাথে উনিও ততোধিক জোরে বলে উঠলেন কি চুপ করবো,হ্যাঁ কি, চুপ করবো। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। তোমার সাথে আমি আর থাকবো না। তুমি কি মনে করো তুমি না থাকলে আমার কেউ নেই নাকি।
স্বামী তৎক্ষণাৎ অট্টহাসিতে ফেটে পড়ে বললো এই হচ্ছে তোমার দোষ। ঝগড়াটাও ঠিক মতো করতে পারো না। এখনই তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। হচ্ছে ঝগড়া এর মধ্যে এই আনন্দের কথাটা না বললেই কি চলছিল না, যে তুমি আমার সাথে থাকবে না।
এই কথা শুনেই স্ত্রী……………..!!!!