দিনের শেষে কুলায় পাখি
বাতাস সাথে ভেসে,
ফিরে চলে দলে দলে
দূর অজানার দেশে।
রাত্রি নেমে আসে ধীরে
আঁধার ধরা মাঝে,
গাঁয়ের বধূ তুলসীতলায়
জ্বালায় প্রদীপ সাঁঝে।
দিকে দিকে জ্বলে ওঠে
আলোক সবার ঘরে,
উঠলে চন্দ্র আকাশ পারে
জ্যোৎস্নার হাসি ঝরে।
দিনের শেষে কুলায় পাখি
বাতাস সাথে ভেসে,
ফিরে চলে দলে দলে
দূর অজানার দেশে।
রাত্রি নেমে আসে ধীরে
আঁধার ধরা মাঝে,
গাঁয়ের বধূ তুলসীতলায়
জ্বালায় প্রদীপ সাঁঝে।
দিকে দিকে জ্বলে ওঠে
আলোক সবার ঘরে,
উঠলে চন্দ্র আকাশ পারে
জ্যোৎস্নার হাসি ঝরে।