তোমার কবিতার ভাঁজে শতাব্দীর বোধলিপি
মাঝে মাঝে ইউরেকা -দৃশ্যে ফুটে
আবারও জারুল বাতাসে ঝরে
আরও আরও অভিজাত অর্থের খোঁজে ।
মহা প্রতিভার বরে ডুবে থেকো দুধ সরোবরে
রূপকথার জিয়নকাঠির পাশে ঘুমন্ত পুরীতে ।
আদমের মতো অর্বাচীন প্রকাশিত হয়ো না কখনও।
হেমন্ত হেরে যাবে উদাসীন ট্রামের ছোবলে।
ঘাই হরিণীর মধুকূপী স্তনে শিশিরের শব্দ মাখা
নগ্ন নির্জন হাত
ভাসুক আবহমান হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতরে ।
অতঃপর
তুমি বর্ণ বিপ্লবী , চাকুরী বিহীন ছাদ হলে
অধমর্ণ পৌনঃপুনিক কবি
ঋণশোধে চিরকাল তোমাকে জোগাবে ।