প্রতীক্ষার হাঁসফাসে মাঝে মাঝে প্রশান্ত
অবসর থাক ,
হাঁফ ছাড়া নিঃশ্বাসে জিরাফের ছায়া ।
একটানা বেড়ালের কান্নার মতো
বিষাদ বিছানা পেতো না ।
গা-সওয়া হাড়িকাঠে মৃত্যুও জোলো জলভাত ।
বিরাম বিহীন সুখে নদীও অলস হয়ে যায় ।
নিত্য কোজাগরীর চ্ছটায়
আনন্দের চোখে ঝরে ঘাম ।
অমৃতে নয় , গরলে নয় , মন্দারের শ্রমে ।
বদ্ধ নয় , বন্য নয় , বীজের বিস্ময়ে ।