তুমি জানতে পারলে কি করবে,
যদি জানতে পারো আমি নীল আকাশে ভেসে যেতে চাই তোমায় নিয়ে —-
যদি জানতে পারো এক সমুদ্র জলে আমি নামতে পারি তোমায় নিয়ে,
তুমি জানতে পারলে কি করবে !
খুব ইচ্ছে করে জানতে,
যদি জানো আমি রবির আলোয় তোমায় দেখি —
আবার রাকার মিষ্টি আলোর অনুভবে
তোমায় রাখি,
তোমায় নিয়ে মানালির পথে যেতে চাই
যদি জানতে পারো তোমার একটি চিত্র এঁকেছি হৃদয়ে কি করবে,
সেখানে থাকবে তোমার পরিপাটের এক উজ্জ্বল অবয়ব।
আর থাকবে তোমার সুন্দর হৃদয়ের গভীরতা,
যে গভীরতায় তুমি আমার যত্ন নেবে —
জিজ্ঞেস করবে আমি ঠিক সারাদিন কি করি,
ঠিক কোথায় তুমি রয়েছ জানতে চাইবে
অবশ্য আজ আর তোমার সেটা প্রয়োজন নেই —-
কারণ তুমি জেনে গেছো ঠিক কোথায় তোমার স্থান।
হয়তো আমার জানাবার স্পর্ধা তোমায় নেই,
তবে যেভাবে রেখেছি সেভাবে রাখতে চাই
এক আকাশ ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে।