এতো এতো জন্ম যজ্ঞের স্মৃতি বয়ে
আমি এক মৃত্যুভুক জাতিস্মর হয়ে গেছি
এ বিশ্বের মাতৃযোনী একবারই জন্ম দিয়েছে
তারপরে সময় সম্ভূত আমি
বারে বারে নির্ধারিত জন্মে চলেছি
কখনও দিনের চোখে রাত্রির গুহা
কখনও রাতের ঠোঁটে রুপালি দুপুর
আমি সব দৃশ্যের নীলে নাগর চড়েছি
ভুলে যাওয়া মনে রাখা সেতু নির্মাণে
আমি এক অনন্ত যুদ্ধের স্মৃতি সৈনিক
জন্মানোর বুদ্ধ বাঁকে দাঁড়ি কমা পদচিহ্ন খুঁজি
নিদ্রার দক্ষিন দুয়ারে যম চুম্বন শুষে
আগামীতে ভাল হবে এই বিশ্বাসে
আশাতীত প্রশ্বাসে ভরে নিই
মুঠো মুঠো গোলাপী সকাল