ভেবেছিলে বুঝি ভুলে যাবো ইঙ্গিত ?
ভাবনার চোখে কবিতারা নির্ঘুম ,
শব্দনদীতে ভেসে যায় বহু বীজ
স্বপ্নের শীষে ফসলের রুমঝুম ।
কিভাবে ভুলবো ? অক্ষরে অক্ষরে
নিজেই মেখেছি অন্তমিলের সুখ ,
মেঘের আড়ালে ইঙ্গিত ছিলে ধু ধু
মেঘ অনুবাদে বৃষ্টি দেখেছে মুখ ।
মুখ থই থই , এতো ছোট বাঁধ –ধিক্
আপশোস গুলে কূলে কূলে খাবো চলো ,
ছুঁয়েছি অকূল , উপকূলে বিষটান
বিশ্বাসী বোধ সংশয়ে টলোমলো ।
সংশয়ে পোড়ে মনিকর্ণিকা ঘাট
সংশয়ে ঘোরে অর্ফিয়াসের টান ,
বিরহের প্রেম ধরে আছি অভিমানী
কেননা কবিতা অধরার আনচান ।