আমাকে যেকোন সময় পুলিশ গ্রেপ্তার করতে পারে
আমি জানি-
তবুও আমি এগিয়ে যাবো
আমাকে যে কেউ আক্রমণ করতে পারে
আমি জানি–
তবুও আমি এগিয়ে যাবো
আমাকে কোন দুষ্কৃতী যখন তখন গুলি করতে পারে
আমি জানি—
তবুও আমি এগিয়ে যাবো
ওদের হাতে পুলিশ আছে, মস্তান আছে
গুলি আছে,বুলি আছে,মঞ্চ আছে
নেতা আছে,মন্ত্রী আছে,
আমি আছি একা
আমার এই পরিচয় নিয়েই হবে সবার সাথে দেখা
কিছু তেলবাজ কবি সাহিত্যিকেরাও আমার কলম কেড়ে নিতে পারে
তারা আক্রমণ করতে পারে
আমি জানি —-
তবু আমি এগিয়ে যাবো
ঘুষখোর মদখোর আমায় ধরে মারতে পারে
তবু লড়াই লড়তে হবে
আবার কিছু দালাল এসে আমায় ধরতে পারে
ধরে চরম উত্তমাধম দু ঘা লাগিয়ে দিতেও পারে
তবুও আমি থাম্বনা
আমি জানি—–
মৃত্যু একদিন আসবে দোরগোড়ায়
তার আগে পাইনা ভয়
ছিনিয়ে আনব,ছিনিয়ে আনবই আনব জয়।